313 বার প্রদর্শিত
"কম্পিউটার ও ইন্টারনেট" বিভাগে করেছেন Level 3
sscতে কি নিয়ে পড়বো সাইন্স নাকি আর্স তা আবার সাইন্স বা আর্সের কি নিয়ে পড়বো জানা থাকলে সঠিক উত্তরটি দিন

1 উত্তর

0 টি ভোট
করেছেন Level 8
আপনি ssc শেষ করে কম্পিউটার টেকনোলজি নিয়ে ডিপ্লোমা থেকে পড়ালেখা করতে পারবেন।আর ssc তে আপনি সাইন্স কিংবা আর্স যেকোন বিষয় থেকে পড়ালেখা করে ডিপ্লোমাতে ভর্তি হতে পারবেন।তবে আমি মনে করি ডিপ্লোমা থেকে বর্তমানে পড়াশোনা করা উচিত হবে না।কারন বাংলাদেশের কারিগরি শিক্ষা শুধু মুখে মুখে বাস্তবে কিছুই এর নেয়।শেষ পর্যন্ত আপনাকে বিএসসি করতে হবে।কারন বিএসসি না করলে চাকরি নেয়।এদিক বিএসসি করতে লাগবে আরো ৪ বছর।ডিপ্লোমা ৪ বছর এবং বিএসসি ৪ বছর টোটাল ৮ বছর। আপনি এসএসসির পর ইন্টারে ভর্তি হয়ে তারপর সিএসই তে ভর্তি হওয়া উচিত হবে।২ বছর সময় ও বাঁচবে এবং ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগও পাবেন।
করেছেন Level 3
+1
আপনাকে অনেক ধন্যবাদ

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

1 উত্তর
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...