বাধা গুলো নিম্নরূপ: ১ মূলধনের অপার্যপ্ততা। ২ উদ্যোগ বিষয়ক পর্যাপ্ত প্রশিক্ষন কেন্দ্রের অভাব। ৩ চাকরির প্রতি আগ্রহি মনোভাব। ৪ পর্যাপ্ত তথ্যের অভাব। ৫ ঝুকি গ্রহন মূলক কাজে অনীহা। ৬ ব্যাংক ঋণের অভাব। ৭ ব্যবসায়বান্ধব পরিবেশের অভাব। ৮ আত্ব্যকর্মসংস্থান মূলক কাজে অনাগ্রহতা। ৯ পর্যাপ্ত অবকাঠামোর অভাব। ১০ এছাড়া সরকারি বিভিন্ন পৃষ্টপোষকতার অভাবের কারনেও বাংলাদেশে উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাড়ায়।