সন্নিহিত কোণের বৈশিষ্ট্য কি:
সন্নিহিত কোণ গুলো সর্বদা একটি সাধারন বাহু ভাগ করে ।
কোণগুলো একটি সাধারন শীর্ষবিন্দু দ্বারা বিভক্ত। কোণদ্বয় পরস্পরকে ওভারলেপ করে না ।
তাদের সাধারন বাহুর উভয় পাশে অন্য আরেকটি করে বাহু থাকে।
সন্নিহিত কোণ দুটির যোগফলের ওপর ভিত্তি করে কোণগুলো পরস্পরের পূরক বা সম্পূরক কোণ বলা হয়ে থাকে।