শুষ্ক মৌসুমে সূর্যের তাপে মাটির তাপ বৃদ্ধি পায়।ফলে বাষ্পীভবন ঘটে ও মাটি থেকে পানি তাপে বাষ্প হয়ে উড়ে যায়।এ পানির সাথে মাটির নিচের স্তরের লবণও ভূ-পৃষ্টে চলে আসে।পানি বাষ্প হয়ে উড়ে গেলেও লবণ মাটিতে থেকে যায় ও উপরিভাগে লবণের আস্তরণ পড়ে।এই কারণে শুষ্ক মৌসুমে জমির লবণাক্ততা বেড়ে যায়।