লবণাক্ত জমির মাটিতে লবণের প্রভাব ফসলের মূলাঞ্চলের নিচে রাখতে পারলে ফসল ভালোভাবে চাষ করা যায়।সূর্যালোকের কারণে ভেজা অবস্থায় মাটির উপরিভাগের ছিদ্রের মাধ্যমে মাটিস্থ পানির বাষ্পীভবন হয়।ফলে বাষ্পীভবনের সাথে লবণ মাটির ওপরের দিকে চলে আসে।তাই লবাণাক্ত মাটির ওপরের স্তরের ছিদ্র বন্ধ করে দিতে হয়।