শুধুমাত্র sin ও tan কোনের মান জানা থাকলে বাকীগুলো বের করা যায়।
যেমনঃ
sin 30 = cos60
sin45=cos45
sin60=cos30
sin0=cos90
এভাবে সাইন কোণের মান জানা থাকলে cos কোনের মান জানা যায় । আর sin কোনের মান দিয়ে cosec কোনের মান জানা যায় কারন একটা আরেকটার বিপরিত । আর cos এর মান দিয়ে sec এর মান বের করা যায় । এবার বাকী থাকলো tan আর cot এর মান মনে রাখার উপায়ঃ
Tan এর 30 ডিগ্রির মান 1/√3 । বাকী ২ টা কোন ৪৫° ও ৬০° এর মান যথাক্রমে 1,√3।
আবার ,
Tan0=cot90
Tan30=cot60
Tan45= cot45
ধন্যবাদ