242 বার প্রদর্শিত
"ধর্ম ও বিশ্বাস" বিভাগে করেছেন Level 8
ইসলামী ব্যাংকে টাকা রেখে কি লভ্যাংশ নেয়া যাবে? নাকি এটি সুদ হবে?

সঠিক উত্তর চাই।

1 উত্তর

+1 টি ভোট
করেছেন Level 8
আমাদের জানামতে, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি:, আল আরাফা ইসলামী ব্যাংক লি:, ইনভেস্টমেন ব্যাংক, শাহজালাল ব্যাংক ইত্যাদি ব্যাংকগুলো আলেম-ওলামাদের মাধ্যমে গঠিত শরীয়া বোর্ড ভিত্তিক  ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত হয়। আর তারা গ্রাহকদের সাথে সুদি কারবার না করার ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ-যা তাদের মেনিফেস্টো বা চুক্তিপত্রের মাধ্যমে জানা যায়।
এ সকল ব্যাংকে গ্রাহকদেরকে যে মুনাফা প্রদান করা হয় তা ব্যবসার লাভ্যাংশ। কেননা, তারা গ্রহকদের অর্থ দ্বারা মুযারাবা বা লাভ-লোকসানের ভিত্তিতে ব্যবসা করতে চুক্তি করে থাকে।
সুতরাং আমাদের জানামতে, তারা গ্রাহকদেরকে ব্যবসার একটি লাভ্যাংশ দেয়। সুতরাং তা সুদের মধ্যে গণ্য হবে না ইনশাআল্লাহ।
তবে যদি প্রমাণিত হয় যে, তারা সুদি কারবারে জড়িত তাহলে উক্ত মুনাফা সুদ হিসেবে গণ্য হবে। আল্লাহু আলাম।
-- উত্তর প্রদান করেছে,-আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল------

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

1 উত্তর
1 উত্তর
25 এপ্রিল 2020 "ধর্ম ও বিশ্বাস" বিভাগে জিজ্ঞাসা করেছেন তুহিন Level 7
2 টি উত্তর
25 এপ্রিল 2020 "ধর্ম ও বিশ্বাস" বিভাগে জিজ্ঞাসা করেছেন তুহিন Level 7
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...