বিয়ের কথা শুনে কিছুটা আতঙ্কিত বোধ করাটা স্বাভাবিক। তবে বিয়ের নাম শুনলেই যারা দৌড়ের ওপর থাকেন তারা মোটেও স্বাভাবিক নয়।
বিয়ে করতে ভয় পাওয়ার বিষয়টি একটি রোগ। আর এই রোগটির নাম ‘গ্যামোফোবিয়া’। গ্রীক ‘গ্যামোস’ শব্দটি সঙ্গে সম্পর্কিত। সেখান থেকেই গ্যামোফোবিয়া নামের উৎপত্তি।
যাদের মনে বিয়ের ভয় জেঁকে বসে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, অবশ্যই তাকে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। তবে যারা বিয়ের কথা শুনে কেবল আতঙ্ক বোধ করছেন, তারা কিছুটা মানসিক জোর পেলেই বিয়েতে রাজি হবেন।