আমার জীবনে করা সবচেয়ে বড় ভুল হলঃ জীবনের সর্বপ্রথম প্রশংসাপত্র পরীক্ষা অর্থাৎ 'প্রাথমিক শিক্ষা সমাপনী' পরীক্ষায় আরেকটু ভালভাবে না পড়া, যার কারণে অল্প মার্কের জন্য বৃত্তি পেলাম না । সেই অনেক আগের কথা, শ্রেণিতে আমার রোল ১ ছিল । সবচেয়ে একটু ভালোই পড়ালেখা পারতাম । তো ভেবেছিলাম এই পরীক্ষায় বৃত্তি পাবো । একটু অহংকার করেছিল । কিন্তু দুঃখের বিষয়- ৬০০ এর মধ্যে ৫২৫ পেলাম । প্রধান শিক্ষক বললেন, তুমি আর অল্পের জন্য বৃত্তি পেলা না । আর এটাই ছিল আমার জীবনের বড় ভুল অর্থাৎ আমার অহংকারের ফল । আরেকটা বিষয় হল, তখন আমার কয়েকজন সহপাঠী বৃত্তি পেয়েছিল । এই ঘটনাটি মনে পড়লে, এখনও খারাপ লাগে ।