আমাদের গর্ব করার খুব বেশি কিছু নাই আসলে। অনেকে আবেগপ্রবন হয়ে অতিথিপরায়ন, শান্তিপ্রিয়, অসাম্প্রদায়িক ইত্যাদি বিশেষন দেন। যারা নিজেরা যাচাই করার সুযোগ পেয়েছেন তারা জানেন বাংলাদেশিদের চেয়ে অনেক বেশি (এমনকি বাঙালিদের সবার চেয়েও) অতিথিপরায়ন, শান্তিপ্রিয়, অসাম্প্রদায়িক গুনের অধিকারী অনেক জাতি আছে পৃথিবীতে। আমাদের আসলে উলটা এইসব গুনের অভাব আছে। অনেক প্রতিকূলতার মাঝেও টিকে আছি এবং আস্তে আস্তে বিশ্বে নিজেদের অস্তিত্ব তৈরি করে নিচ্ছি, এটাই আমাদের গর্বের বিষয়। আশা করতে পারি ভবিষ্যতে একদিন হয়ত সত্যিই শান্তিপ্রিয়, অসাম্প্রদায়িক, অতিথিপরায়ণ হতে পারব।