হয় তো জেনে থাকবেন ইউরোপ-আমেরিকায় আমাদের মত বিশ্ববিদ্যালয় অসংখ্য কলেজে বিভক্ত এবং আমরা যেমন উচ্চ শিক্ষায় বিভিন্ন অনুষদে পড়ে থাকি সেতাকে তারা স্কুল বলে থাকে,যেমন,কেউ মেডিকেলে পড়লে বলে স্কুল অফ মেডিসিন ঠিক তেমন আর কি । পাঠ্যসূচী, পরীক্ষার নিয়মাবলি সব কিছুই সেখানকার নিয়মানুসারে হয়ে থাকে এবং ও লেভেল ধরা হয় মূলত বাংলাদেশের এস,এস,সি ও এ লেভেল হল এইচ,এস,সি ।
আশা করি এখন বুঝতে পেরেছেন।