297 বার প্রদর্শিত
"নিত্যনতুন সমস্যা" বিভাগে করেছেন Level 1
আমি ঘুমের ঘোরে কথা বলি এ ব্যাপারটা আমার রুমমেট আমাকে বলে।এটার কারণে আমাকে খুব লজ্জাও পড়তে হয়েছে।আমি সামাজিক অপমানের ভয়ে নিজের বাড়ি ছাড়া অন্য কোথাও রাত কাটাই না,কী কথা বলে ফেলবো সেই ভয়ে নিজের বাড়িতেই রাতের পর রাত কাটিয়ে দেই।এখন আমি ঘুমের ঘোরে কথা বন্ধ করবো কিভাবে আর ঘুমের ঘোরে কী বিষয়ে কথা বলছি সে বিষয়ে জানবো কিভাবে?প্লিজ নেটে থেকে কপি করে উওর দেবেন না।নিজের অভিজ্ঞতা থেকে উওরটা দিন।
করেছেন Level 6
+1
আপনার উচিত একজন সাইকোলজিষ্ট -এর পরামর্শ নেওয়া।

1 উত্তর

+1 টি ভোট
করেছেন Level 6
এটা আপনার একটা প্রায় রোগের মতো।আপনি সারাদিন যেগুলো নিয়ে ব্যস্ত থাকেন সেগুলোরই আংশিক মিল থাকে যেগুলো আপনি ঘুমের মধ্যে বলেন।আপনি সবসময় চিন্তিত না হয়ে খুব ঠান্ডা মাথায় কাজ করুন।টেনশন করা একদম বাদ দিন।পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করুন।এতে মন ভালো থাকবে।আর সুযোগ পেলে একজন ভালো অভিজ্ঞ ডাক্তার দেখান।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

1 উত্তর
22 মে 2021 "অন্যান্য" বিভাগে জিজ্ঞাসা করেছেন সিদ্ধার্থ Level 1
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...