Tense অর্থ কাল বা সময়।সাধারণ অর্থে ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কেই Tense বলা হয়।অন্য কথায় বলা যায়, কোন ঘটনা,কাজ কিংবা অবস্থার সময় বুঝাতে ব্যাক্যে Verb-(ক্রিয়া) এর বিভিন্ন রুপ ব্যবহৃত হয়,তাকে Tense বলা হয়।
Tense প্রধানত তিন প্রকার।যথা:
1.Present Tense(বর্তমানকাল).
2.Past Tense.(অতীতকাল)
3.Future Tense.(ভবিষ্যতকাল)