266 বার প্রদর্শিত
"অভিযোগ ও অনুরোধ" বিভাগে করেছেন Level 6
উক্ত সাইটটিতে Downvote দেয়ার একটা সিস্টেম চালু আছে, এটা আমরা সকলেই জানি।

আমার মনে হয় এই Downvote এর ক্ষেত্রে কিছু বিধিনিষেধ জারি করলে ভালো হয়।

কারণ অযৌক্তিক ভাবে অনেককেই Downvote দিতে দেখা যায়, যা উত্তর প্রদানকারীকে বিব্রত করে তোলে।

বিধিনিষেধ বলতে আমি বোঝাতে চাচ্ছি, কেউ যদি কোন উত্তরে Downvote দিতে চায়, তাহলে তার কারণ উল্লেখ করে প্রশ্নটির সঠিক উত্তর প্রদান করতে হবে।

এই রকম হলে, সহজে কেউ Downvote দিতে সাহস পাবে না।

আর সেই সাথে প্রশাসকগণ কে অনুরোধ করে বলতে চাই, Notification -এ যেন Downvote প্রদানকারীর নামসহ দেয়া হলে সবচেয়ে ভালো হয়।

যদিও এটা হিংসাত্ত্বমূলক হতে পারে।
করেছেন Level 7
হিংসাত্ত্বমূলক হলে সাইটে বিশৃঙ্খলা সৃষ্টি হবে।তার চেয়ে ভালো কারো যদি মনে হয় তাকে কেউ অকারণে ডাউনভোট দিয়েছে তাহলে সেই প্রশ্নের লিংক দিয়ে প্রশাসক কে বলা হয় এবং তার যুক্তি যদি ঠিক হয় তাহলে যেন তার ৫০০ পয়েন্ট কেটে নেওয়া হয়।
করেছেন Level 6
+1
ধন্যবাদ, 

বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করার জন্য।
করেছেন Level 7
এমন কিছু করা হোক যাতে কেও অযৌক্তিক বা শ্রত্রুতা বশত ডাউনভোট দিতে সাহস না পায়।আমি মনে করি আগে যৌক্তিক কমেন্ট দেওয়া বা প্রশাসক যেন অযৌক্তিক নেগেটিভ ভোটের কারনে পয়েন্ট কেটে নেয়।

1 উত্তর

+2 টি ভোট
করেছেন Level 7
বিষয়টাতে একটা কড়াকড়ি কিছু করা দরকার।কেননা ডাউনভোট আমাকে বিভ্রান্ত করেছে।কেননা আমি কারো প্রশ্নে যে উত্তর দিয়েছি এর একটাতেও downbote পাওয়ার মতো কিছু করি নি এটা আমি গর্বের সাথে বলতে পারি।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি উত্তর
13 নভেম্বর 2018 "ধর্ম ও বিশ্বাস" বিভাগে জিজ্ঞাসা করেছেন Mist Srity Akter Level 2
1 উত্তর
04 মার্চ 2018 "পড়াশোনা" বিভাগে জিজ্ঞাসা করেছেন অজ্ঞাতকুলশীল
1 উত্তর
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...