উক্ত সাইটটিতে Downvote দেয়ার একটা সিস্টেম চালু আছে, এটা আমরা সকলেই জানি।
আমার মনে হয় এই Downvote এর ক্ষেত্রে কিছু বিধিনিষেধ জারি করলে ভালো হয়।
কারণ অযৌক্তিক ভাবে অনেককেই Downvote দিতে দেখা যায়, যা উত্তর প্রদানকারীকে বিব্রত করে তোলে।
বিধিনিষেধ বলতে আমি বোঝাতে চাচ্ছি, কেউ যদি কোন উত্তরে Downvote দিতে চায়, তাহলে তার কারণ উল্লেখ করে প্রশ্নটির সঠিক উত্তর প্রদান করতে হবে।
এই রকম হলে, সহজে কেউ Downvote দিতে সাহস পাবে না।
আর সেই সাথে প্রশাসকগণ কে অনুরোধ করে বলতে চাই, Notification -এ যেন Downvote প্রদানকারীর নামসহ দেয়া হলে সবচেয়ে ভালো হয়।
যদিও এটা হিংসাত্ত্বমূলক হতে পারে।