এর কারন হচ্ছে আপনি ফেসবুকে খারাপ আজেবাজে পেজ এ লাইক দিয়ে রেখেছেন অথবা কোনো আজেবাজে গ্রুপে জয়েন করে আছেন।ফেসবুকের নিউজ ফিডে আমরা তিন ধরনের বিভাগ থেকে বিভিন্ন পোস্ট,ফটো এবং ভিডিও দেখে থাকি।এক হচ্ছে আপনার বন্ধুদের থেকে,দুই আপনি যেসব পেজে লাইক দিয়েছেন তাদের থেকে,তিন আপনি যেসব গ্রুপে জয়েন করে আছেন সেসব গ্রুপ থেকে।এখন কিভাবে আপনি আপনার ফেসবুক একাউন্টকে এসব অশ্লীলতা থেকে দূরে রাখবেন?
১) আপনার যত অপরিচিত বন্ধু আছে সব বন্ধুকে আনফ্রেন্ড করে দিন।শুধুমাত্র যারা পরিচিত তাদেরকে রাখুন।ফেসবুকের পলিসিতেও এটা উল্লেখ রয়েছে।
২) যত আজেবাজে গ্রুপ আছে সব লিভ করে দিন।বেছে বেছে আপনার পছন্দের কয়েকটি গ্রুপে জয়েন থাকুন।
৩) আজেবাজে কোনো পেজে লাইক থাকলে সেসব আনলাইক করে দিন।কিছু ভালো ভালো এবং আপনার পছন্দের পেজে লাইক রাখুন।
এই তিনটি কাজ করার পর এবার ফেসবুক চালিয়ে দেখুন আর কোনো অশ্লীল কনটেন্ট আপনার চোখে পড়বেনা।আর ফেসবুক চালাতেও আপনার মজা লাগবে কারন আপনার নিউজফিডে শুধুমাত্র আপনি আপনার পরিচিত বন্ধুবান্ধব এবং পছন্দের পেজ এবং গ্রুপের পোস্ট পাবেন।