পরীক্ষার ধরণ আস্তে আস্তে বদলে যাচ্ছে।এখন অনেকে আছে যারা লেখাপড়া ভালোভাবে না করেও অন্যেরটা দেখে লিখে ভালো মার্ক পেয়ে পাশ করে যাচ্ছে।আবার বাংলাদেশে লেখাপড়া শেষ করেও অনেকেই বেকার হিসেবে থাকে।কারণ লেখাপড়া শেষ করে ভালো সার্টিফিকেট পেলেও শিক্ষার যোগ্যতা অর্জন হয়না।এসব বিষয় বিবেচনায় রেখে এবার প্রশ্ন করা হয়েছে।যারা ভালো করে পড়েছে তারা যেন সঠিক মূল্যায়ণ পায় সেভাবেই প্রশ্ন হয়েছে।তাই প্রশ্ন কঠিন হয়েছে।