পাল রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ট ছিলেন গোপালের পুত্র ধর্মপাল। তার শাসনামলে উত্তর ভারতের তিনটি রাজবংশ প্রতিযোগিতায় নেমেছিলেন রাজ্য বিস্তার করতে। একটি বাংলার পাল বংশ, অন্যটি রাজপুতনার গুর্জর-প্রতিহার বংশ এবং তৃতীয়টি দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট বংশ। অষ্টম শতকের শেষদিকে শুরু হওয়া এ যুদ্ধ ত্রিশক্তির সংঘর্ষ নামে পরিচিতি লাভ করে।