S.i এককের পুরো নাম International System Of Units.বাংলায় একে বলা হয় এককের অন্তর্জাতিক পদ্ধতি।
দৈনন্দিন কাজকর্মে ও ব্যাবসা-বাণিজ্যের কারণে প্রাচীন কাল থেকেই মাপ-জোখের প্রচলন ছিল।এ মাপ-জোখের জন্য বিভিন্ন রাশির স্থানীয় বা এলাকা ভিত্তিক বহু একক প্রচলিত ছিল।বৈজ্ঞানিক তথ্যের আদান-প্রদান ও ব্যাবসা-বাণিজ্যের প্রসারের জন্য সারা বিশ্বে মাপ-জোখের একই রকম আদর্শের প্রয়োজন হয়ে পড়ে।এ তাগিদে ১৯৬০ সাল থেকে বিশ্ব জুড়ে বিভিন্ন রাশির একই রকম একক চালু করা হয়।একেই Si একক বলা হয়।