ইতিহাস রচনার জন্য গুপ্ত যুগ সম্পর্কে কিছু উপাদান ইতিহাসবিদদের হাতে রয়েছে। পাঁচশতকে দুর্ধর্ষ পাহাড়ি জাতি হুন ও ষষ্ঠ শতকে মালবের যশোবর্মনের আক্রমনের ফলে ষষ্ঠ শতকের প্রথমদিকেই গুপ্ত শাসনের সমাপ্তি ঘটে। বিশাল গুপ্ত সাম্রাজ্যের পতনের পর সারা উত্তর ভারত জুড়ে ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন রাজবংশের উদ্ভব ঘটে।