যে পর্যাবৃত্ত আন্দোলন কোন জড় মাধ্যমের মধ্যদিয়ে অগ্রসর হয়ে একস্থান থেকে অন্যস্থানে শক্তি সঞ্চারিত করে কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থায়ীভাবে স্থানান্তরিত করেনা তাকে তরঙ্গ বলে। শব্দঃ শব্দ হলো একধরণের তরঙ্গ যা পদার্থের কম্পনের ফলে সৃষ্ঠি হয় মানুষের কানে এই কম্পন ধৃত হলে শ্রুতির অনুভূতি সৃষ্ঠি হয়।