খেলাধুলা বা ব্যায়াম করলে শরীরের রক্ত চলাচল বেড়ে যায় ফলে হৃৎপিন্ডের কর্মক্ষমতাও বৃদ্ধি পায়।কর্মক্ষমতা বৃদ্ধির ফলে হৃৎপিন্ডের পেশি শক্তিশালী ও নীরোগ হয়।এরুপ হৃৎপিন্ডকে "অ্যাথলেটিক হার্ট" বলে। তথ্যসূত্রঃনবম-দশম শ্রেণীর ২০১৮ সালের শারীরিক শিক্ষা পাঠ্যবই এর ১৫ নং পৃষ্ঠা।