আমাদের দেশে বোরো মৌসুমে ধান চাষবাদের সময় প্রচুর সেচ দরকার হয়।কিন্তু বিদ্যুৎ ঘাটতির কারণে সঠিক পরিমাণে সেচ দেওয়া সম্ভব হয় না।বোরো মৌসুমে সেচের পানি সাশ্রয়ের উদ্দেশ্যে জমি ভাসানোর পরিবর্তে শুধু প্রয়োজন অনুযায়ী সেচ দিয়ে চাষাবাদ করাকে Alternate wet and dry method (AWD) বলে।