ল্যাপটপ কেনার সময় যে বিষয় খেয়ালে রাখবেন তা দিচ্ছি:- 1.স্ক্রিন সাইজ দেখুন।আপনার স্বচ্ছন্দ্য অনুযায়ী স্ক্রিন হওয়া উচিৎ। 2.বাজেট ভালো থাকলে ৮ জিবি র্যাম চেষ্টা করবেন।আর কম হলে কমপক্ষে ৪ জিবি হওয়া উচিৎ। 3.ব্যাটারি লাইফটা অবশ্যই দেখবেন,,বাজেট ভালো হলে ৮ ঘন্টা আর আপনার চাহিদা। 4.হাউডিস্ক কতো অবশ্যই দেখবেন।ভালো ল্যাপটপে ২ টিবি তো থাকে।কমক্ষে ১টিবিই নেওয়া উচিৎ? 5.কমপক্ষে ফিফথ জেনারেশন না হলে ভালো ল্যাপটপ হবে না।সবচেয়ে ভালো সেভেই জেনারেশত ।6.কোন আই থ্রিব নিচে তো নেওয়ই যাবে না।ভালো কমপক্ষে কোর আই ফাইভ। আর আপনি জদি ভালো মানের বা ব্রান্ডের ল্যাপটপ নিতে চান।তবে নিচের ব্রান্ডের ল্যাপটপ গুলো দেখতে পারেন!! 1.Asus 2.Acer 3.Dell 4.Hp খুবই,ভালো ব্রান্ডের ল্যাপটপ।।