সমাজ সর্বদা পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে চলছে। মানব সমাজ সর্বদা পরিবর্তনশীল।তবে এই পরিবর্তন,কখনো হয় খুব দ্রুত আবার কখনো খুব মন্থর,মূলত পরিবর্তন হলো এক ধরনের রুপান্তর।পৃথিবীর সমস্ত বস্তুর মধ্যেই এই রুপান্তর প্রক্রিয়া লক্ষ করা যায়।সাধারণত পরিবর্তন সমাজের কাঠামোগত বিভিন্ন প্রতিষ্ঠান,সংঘ,আদর্শ,মূল্যবোধ,ইতিবাচক,নেতিবাচক,পরিকল্পিত,অপরিকল্পিত,উধ্বগামী,নিম্নগামী যেকোনো ধরনের রুপান্তরকেই নির্দেশ করে।আর এই প্রক্রিয়ার মাধ্যমেই সমাজ সর্বদা পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে চলছে।