729 বার প্রদর্শিত
"মতামত" বিভাগে করেছেন Level 7
আপনি কি nirbik এ  লেখালেখি করে আনন্দ পান। আপনার আনন্দের কারন বলুন।
করেছেন Level 7
নির্বিক বানানই এতজন ভুল করেছেন, নাকি নির্বিকের নাম আগে ছিল নির্ভীক ?

12 উত্তর

+2 টি ভোট
করেছেন Level 6
আমি নিরবিক সাইটে লেখা লেখি করে আনন্দ পায়,কারণ নিরবিক এমন একটি সাইট যেখানে দরকারি প্রশ্ন করে উত্তর পাওয়া যায়ও উত্তর দেওয়া যায়।
+1 টি ভোট
করেছেন Level 6
আমার মানুষকে সাহায্য করতে খুব ভালো লাগে।

তাই এই ধরণের সাইটগুলোতে লেখালেখি করতে ভালো লাগে।
+1 টি ভোট
করেছেন Level 7
হ্যাঁ, আমি নির্বিকে লেখালেখি করে আনন্দ পাই । কারণ অন্যকে সাহায্য করা আমার একটি অন্যতম স্বভাব । তাই এখানে লেখালেখি করতে আমি খুবই সাচ্ছন্দ্যবোধ করি । কিন্তু আমি তখন নির্বিকে লেখালেখি করে আনন্দ পাই না, যখন কারো সম্মত ভোট না পাই । কারণ, একজন লোককে কোনো কাজে উদুদ্ধ করতে, উৎসাহই (সম্মত ভোট) যথেষ্ট । অনেকে এটা জানেও না, করে না । তখন ধীরে ধীরে সাইট থেকে মন উঠে যায় । তাই নির্বিক সদস্যবৃন্দদের কাছে এই মতামতটি তুলে ধরলাম, যাতে তাঁরা অন্যকে উৎসাহিত করে ।
0 টি ভোট
করেছেন Level 7
হ্যাঁ আমি nirbik এ লেখালেখি করে আনন্দ পায়।তবে আমি শুধু আনন্দ পায়না আমি খুব খুব আনন্দ পায়।কারণ আমি nirbik সাইটকে ভালোবাসি।আরোও অন্যান্য nirbik এর মতো সাইটে আমার রেজিষ্ট্রেশন করা আছে তাও আমি এ সাইটকেই শতভাগ গুরুত্ব দিই।
0 টি ভোট
করেছেন Level 8
অবশ্যই আমি নির্ভীকে লিখালিখি করে আনন্দ পাই।কারন এর মাধ্যমে আমি অন্যদের প্রশ্নের উত্তর দিয়ে তাদের সাহায্য করতে পারছি।আমি যা জানি তা অন্যদের কেও জানাতে পারছি।আমারও কিছু জানার থাকলে তা জিজ্ঞাসা করে অন্য সদস্যদের থেকে জানতে পারছি,যা মনে খু্ব ভালো অনুভুতি দেয়।
0 টি ভোট
করেছেন Level 6
হ্যাঁ, আমি নির্বিকে লেখালেখি করে আনন্দ । একজনকে সাহায্য করতে আমার অনেক ভালো লাগে ।
0 টি ভোট
করেছেন Level 4
হ্যাঁ, আমি নির্বিকে লেখালেখি করতে ভালোবাসি । কারণ আমি নির্বিককে ভালোবাসি ।
0 টি ভোট
করেছেন Level 5
হ্যাঁ, আমি নির্বিকে লেখালেখি করে আনন্দ পাই ।
0 টি ভোট
করেছেন Level 5
আমি যখন সর্বপ্রথম nirbik দেখি তখন আমার মনে এর সম্পর্কে আগ্রহ সৃষ্টি হয় পরবর্তীতে যখন এর সদস্য হয়ে লেখালেখি শুরু করি তখন আমার মনে এতোটাই আনন্দ লাগতে শুরু করে যে আমার অবসরের প্রায় সবটুকুই সময় এর পিছনে ব্যয় করি।
0 টি ভোট
করেছেন Level 4
লেখালেখি করতে আমি খুব পছন্দ করি। যেহেতু নির্বিকে লেখালেখি করা যায়, তাই আমি অবশ্যই আনন্দ পাই।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

9 টি উত্তর
02 এপ্রিল 2019 "মতামত" বিভাগে জিজ্ঞাসা করেছেন Asif Shadat Level 7
8 টি উত্তর
11 টি উত্তর
9 টি উত্তর
1 উত্তর
31 ডিসেম্বর 2019 "সাধারণ" বিভাগে জিজ্ঞাসা করেছেন $Ben Stokes Level 2
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...