299 বার প্রদর্শিত
"নিত্যনতুন সমস্যা" বিভাগে করেছেন Level 1
আমি এই সাইটে প্রশ্নটা করার পরও যথাযথ উওর না পাওয়ায় আবার করছি।ধরুন আপনার পাশে আমি বসে আছি আর আপনি কোনো একটা বিষয়ে নিজের মনে ভাবছেন।এখন আপনি নিজে থেকে কিভাবে শিওর হচ্ছেন আপনার মনের কথা আমি জানতে পারছি না?আশা করি এবার প্রশ্নের যথাযথ উওর দিয়ে আমাকে সহায়তা করবেন।
করেছেন Level 7
আমার জানামতে নিজের মনের কথা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানতে পারেনা।
করেছেন Level 1
এটা কি আমার প্রশ্নের চাহিদামতো উওর হলো?
করেছেন Level 7
আমি এটা উত্তর দিইনি শুধু একটি মন্তব্য করেছি।

1 উত্তর

+1 টি ভোট
করেছেন Level 8
 
সর্বোত্তম উত্তর
আমি যখন আপনার সামনে কিছু ভাববো তখন আমার কোনোভাবেই শিউর হতে হবে না যে আপনি আমার মনের কথা জানতে পারছেন কিনা।কারন সেই ক্ষমতা আপনার নেই।কোনো মানুষই অন্যের মন পড়তে পারে না।তাই আমি নিশ্চিন্ত হয়েই আপনার সামনে অনেক কিছু ভাববো।এখানে আলাদা ভাবে আমার কিছু শিউর হতে হবে না। আপনি এর আগে ও একটি প্রশ্ন করেছিলেন যে আপনি মনে মনে যা ভাবেন তা সবাই জেনে যায়।কিন্তু এটা আদৌতে অসম্ভব।আপনার যদি এরকম কোনো অনুভুতি আসে সেটা আমার মতে অস্বাভাবিক।আপনার উচিত হবে একজন সাইকোলজিস্টের শরাপন্ন হওয়া।তিনি আপনাকে ভালো দিকনির্দেশনা দিতে পারবেন।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি উত্তর
1 উত্তর
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...