আমি যখন আপনার সামনে কিছু ভাববো তখন আমার কোনোভাবেই শিউর হতে হবে না যে আপনি আমার মনের কথা জানতে পারছেন কিনা।কারন সেই ক্ষমতা আপনার নেই।কোনো মানুষই অন্যের মন পড়তে পারে না।তাই আমি নিশ্চিন্ত হয়েই আপনার সামনে অনেক কিছু ভাববো।এখানে আলাদা ভাবে আমার কিছু শিউর হতে হবে না। আপনি এর আগে ও একটি প্রশ্ন করেছিলেন যে আপনি মনে মনে যা ভাবেন তা সবাই জেনে যায়।কিন্তু এটা আদৌতে অসম্ভব।আপনার যদি এরকম কোনো অনুভুতি আসে সেটা আমার মতে অস্বাভাবিক।আপনার উচিত হবে একজন সাইকোলজিস্টের শরাপন্ন হওয়া।তিনি আপনাকে ভালো দিকনির্দেশনা দিতে পারবেন।