বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার যথা: ১.সমবাহু ত্রিভুজ(Equilateral Triangle)।যে ত্রিভুজের তিনটি বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে।সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোনের মান ৬০ ডিগ্রি। ২.সমদ্বিবাহু ত্রিভুজ(Isosceles Triangle)।যে ত্রিভুজের দুইটি বাহু সমান এবং একটি বাহু অসমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। ৩.বিষমবাহু ত্রিভুজ(Scalene Triangle)।যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে।