যে প্রতিস্থাপন বিক্রিয়ায় হ্যালোজেন প্রতিস্থাপিত হয় তাদেরকে হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়া বলে।যেমন:CH4(g)+Cl2=CH3Cl(g)+HCl(g) লক্ষ করুন এ বিক্রিয়ায় Cl প্রতিস্থাপিত হয়েছে Cl হ্যালোজেন গ্রুপের মৌল অর্থ্যাৎ হ্যালোজেন প্রতিস্থাপিত হয়েছে সুতরাং এটি একটি হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়া।