446 বার প্রদর্শিত
"কম্পিউটার ও ইন্টারনেট" বিভাগে করেছেন Level 5
Xtgem.com এ ওয়েবসাইট খুলে কিভাবে?

1 উত্তর

+1 টি ভোট
করেছেন Level 7
আপনি Xtgem.com এ ওয়েব সাইট বানানোর জন্য নিম্নের পদ্ধতিগুলো অনুসরন করুন: ১.প্রথমে http://Xtgem.com/ এ লিংকে প্রবেশ করুন। ২.এরপর sign up অথবা start building বাটনে ক্লিক করুন এবং পরের পেইজে চলেযান।এবার একটি ফরম দেখতে পাবেন এর প্রথম বক্সে আপনার ইমেইল এড্রেস দিন।এরপর কমপক্ষে ৬ ডিজিটের পাসওয়ার্ড দিন।এরপর উক্ত কোডটি পুনরায় পরের বক্সে লিখুন। ৪.এবার একটি রিক্যাপচা দেখতে পাবেন এটি অনুসরন করুন(সাধারণ মোবাইল দিয়ে নাও হতে পারে এজন্য অ্যান্ড্রয়েড ব্যাবহার করুন)। ৫.এরপর আপনার ওয়েব সাইটের এড্রেসের প্রথম অংশ এবং সাবডোমেন দিন নিচের ছোট বক্স থেকে পরের অংশ সিলেক্ট করুন। ৬.তারপর নিয়মগুলো পরে পরের sign এ ক্লিক করুন।এভাবে আপনার আইডি তৈরী করে ওয়েব পেজ এর এডমিন মুডে গিয়ে সাদা একটি ব্লাঙ্ক পেজ পাবেন।এবার ডিজাইন করতে হবে।আশা করি এ ধাপগুলো ভালো ভাবে অনুসরন করলে আপনি Xtgem.com এ নিজের নামে ওয়েব সাইট বানাতে পারবেন।
করেছেন Level 5
+1
সুন্দর উত্তর।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

2 টি উত্তর
1 উত্তর
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...