কুমিল্লার মানুষদের ইতর বলার কারণ নিম্নে ব্যাখ্যা করা হলো:কুমিল্লার মানুষ বৃটিশ আমল থেকেই খুব বুদ্ধিমান ছিলো।বৃটিশ শাসন আমলে অফিসের লোক বলের মধ্যে কুমিল্লা অঞ্চলের লোকজন দক্ষতার পরিচয় দিয়ে থাকতেন।বৃটিশরা এ অঞ্চলের লোকজনের মধ্যে চারটি গুণ দেখতে পান যথা: 1.Intellectuality 2.Talent 3.Obedience & 4.Reliabity এ চারটি শব্দের প্রথম অক্ষরগুলো নিয়ে বৃটিশরা কুমিল্লাবাসিদের ইতর (ITOR) নামে ডাকতো। তাই কুমিল্লাবাসিদের ইতর বলা হয়।