উত্তরঃ যেভাবে ভালো ব্যাটিং করা যায় তা বলা হলঃ- ভালো ব্যাটিং করার জন্য ক্রিকেটের অনেক কলাকৌশল রয়েছে । ভালো ব্যাটিং করতে হলে এর মধ্য যে ৫টি বিষয় অবশ্যই মনে রাখতে হবে তা হল- ১. সবসময় বলের দিকে দৃষ্টি রাখা । ২. বলের লাইন, দূরত্ব ও গতি অনুমান করার ক্ষমতা অর্থাৎ বল কোথায় যাচ্ছে ও কখন নির্দিষ্ট জায়গায় আসবে । ৩. অবস্থা-বিশেষে উপযুক্ত ব্যাটিং স্ট্রোক নির্বাচন করা । ৪.সঠিক সময়ে সঠিক স্ট্রোক মারা । ৫. ঠিকমতো উপযুক্ত জায়গায় ব্যাট ও বলে সংযোগ ঘটানোর ক্ষমতা ।