কান্না করলে চোখ দিয়ে পানি পড়ার কারণ: অশ্রু সাধারণত অক্ষিগোলকের বাইরের উপরের অংশে অবস্থিত ল্যাক্রিমাল গ্রন্থি (Lacrimal Gland) থেকে উৎপন্ন হয়। ওয়েলফ বিশ্ববিদ্যালয়ের স্নায়ুবিজ্ঞানের সহযোগী অধ্যাপক মার্ক ফেন্সকে বলেন যে, মস্তিষ্কের আবেগপ্রবণ অঞ্চল, হাইপোথ্যালামাস ও ব্যাসাল গ্যাংগিলার সাথে ব্রেইন্সেটম-এর ল্যক্রিমাল নিউক্লিয়াস যুক্ত। যখন আবেগ (যেমন: ব্যাথা বা আনন্দ) অনুভূত হয়, তখন ল্যাক্রিমাল অশ্রু উৎপন্ন করে।