ভালো প্রশ্ন । শীতকালে শুধু সকালবেলা নয় আপনি যখনি পানি তুলবেন দেখবেন পানি গরম । সত্যিকার অর্থে পানি কিন্তু গরম না! আমরা জানি শীতকালে তাপমাত্রা কম থাকে । টিউবওয়েলের পানি ভূগর্বস্থ পানি । কিন্তু ভূগর্বের পানির তাপমাত্রা সবসময় একই থাকে । সেই পানি যখন ভূপৃষ্টে তোলা হয় তখন ভূপৃষ্ঠের তাপমাত্রার তুলনায় পানির তাপমাত্রা বেশি হওয়ায় গরম মনে হয় । একইভাবে গ্রীষ্মকালে ঠিক উল্টো চিত্রটাই ঘটে । আশা করি বুঝতে পেরেছেন ।