ব্যাংক ড্রাফট হচ্ছে একটি পেমেন্ট পদ্ধতি। যার মাধ্যমে প্রাপক কে নগদ টাকার পরিবর্তে ব্যাংক কর্তৃক চেকের ন্যায় পেমেন্ট করা যায়। ব্যাংক ড্রাফট করা সহজ এবং অধিক নিরাপদ। সাধারণত আমাদের দেশে চাকুরী অথবা টেন্ডার প্রভৃতি কাজে ব্যাংক ড্রাফট করা হয়। এর ব্যাংককে নির্দিষ্ট পরিমাণ কমিশন এবং ভ্যাট দিতে হয়। ধরুন আপনি ঢাকায় আছেন, আপনি জনাব রহমান কে নগদ টাকা না দিয়ে উনার একাউন্টে নির্দিষ্ট ব্যাংকের শাখায় নগদ টাকার পরিবর্তে ব্যাংক ড্রাফট এর মাধ্যমে পেমেন্ট করতে পারেন। একে সংক্ষেপে ডিডি বা ডিমান্ড ড্রাফটস ও বলে থাকে।