220 বার প্রদর্শিত
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন Level 7

1 উত্তর

0 টি ভোট
করেছেন Level 7
যেকোনো বয়সী মানুষের মুখে ঘা হতে পারে, তবে মানসিক চাপে এই সমস্যা বেড়ে যায়। ভিটামিন- বি, ফলিক এসিড ও আয়রনের অভাবে এটি হয়ে থাকে।
মুখের ভেতর ঘা শরীরের অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যার উপসর্গ হিসেবে দেখা যায়। অ্যাপথাস আলসার মুখের ভেতর ছোট ছোট হলুদ রঙের ঘা, যার চারপাশে লাল প্রদাহ থাকে ও প্রচণ্ড ব্যথা করে।
ভিটামিনের অভাবে ঘা: ভিটামিন বি-কমপ্লেক্স, সি, ডি এবং আয়রনের স্বল্পাতায় কারো কারো মুখের ভেতর ঘা হয়ে থাকে।
রক্তজনিত সমস্যা: রক্তস্বল্পতা, বিভিন্ন রক্ত কণিকার অভাব, এমনকি রক্তের ক্যান্সার বা লিউকেনিয়া থেকে মুখে ঘা হয়।
অটো ইমিউন: শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা যখন এর বিরুদ্ধে কাজ করে তখনও মুখের ভেতর ঘা হতে পারে।
ওষুধ পার্শ্বপ্রতিক্রিয়া: কোনো ওষুধের সাইড-ইফেক্টে ঘা হলে সেই ওষুধ খাওয়া বন্ধ করে দিলে রোগী সুস্থ হন।
হরমোনের মাত্রার তারতম্য : এ অবস্থায় দাঁত, মাড়ি ও জিহ্বার বিভিন্ন সমস্যার পাশাপাশি মুখে ঘা হয়।
ডায়াবেটিক রোগী: এ রোগীদের মুখে প্রায়ই ঘা হতে দেয়া যায়।
তাই ঘা যে কোনো কারণেই হোক না কেন তার চিকিৎসা নিতে হবে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

1 উত্তর
1 উত্তর
1 উত্তর
27 এপ্রিল 2022 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন অজ্ঞাতকুলশীল
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...