বীজন বপনের সময় যতই বিশুদ্ধ বীজ ব্যবহার করা হোক না কেন জমিতে কিছু কিছু অন্য জাতের উদ্ভিদ ও আগাছা দেখা যাবে। এই অনাকাঙ্ক্ষিত উদ্ভিদ তুলে ফেলার জন্য রোগিং বলে। বীজের বিশুদ্ধতা ও বীজের জাতের বিশুদ্ধতা অর্জনের জন্য তিন পর্যায়ে রোগিং করা হয়। যথা: (১) ফুল আসার আগে; (২) ফুল আসার সময় এবং (৩)পরিপক্ব পর্যায়ে।