বই বলতে লেখা, ছাপানো অক্ষর, বা ছবিবিশিষ্ট কাগজ বা অন্য কোনও মাধ্যমের তৈরি পাতলা শীটের সমষ্টি বোঝায় যা এক ধারে বাঁধা থাকে এবং রক্ষামূলক মলাটের ভেতরে আবদ্ধ থাকে। এর প্রতিটি পাতলা শিটকে পৃষ্ঠা বা পাতা বলে। বইয়ের সমার্থক শব্দ গ্রন্থ, কিতাব। যে ব্যক্তি বই লিখেন তাকে লেখক বলে। এছাড়া ই-বুক নামে এক ধরনের বই আছে যা কম্পিউটার, মোবাইল ইত্যাদি ব্যবহার করে পড়তে হয়। আর বই হল শিক্ষা অর্জনের প্রধানতম মাধ্যম