শুধু বাংলা নয় যেকোনো সাবজেক্টের নৈব্যত্তিকে ভালো করতে খুব মনযোগ সহকারে বই রিডিং পড়তে হবে । আপনি মেইন বইটি খুব ভালো ২/৩ বার মনোযোগ দিয়ে রিডিং পড়ুন । এরপর গাইডের প্রশ্নগুলোর উত্তর না দেখে দেয়ার চেষ্টা করুন । যেটা ভূল হবে সেটা দাগিয়ে রাখুন । পরে সেটার উত্তর দেখে নিন । দেখবেন আপনার নৈর্বত্তিকের জন্য ভালো প্রস্তুতি হয়েছে । তবে শুধু নৈর্বত্তিক নিয়ে পরে থাকলে চলবে না রাইটিং টপিক গুলোও পড়তে হবে ।