সংবিধান হল রাষ্ট্র পরিচালনার জন্য কিছু লিখিত ও অলিখিত নিয়ম কানুনের সমষ্টি যাতে রাষ্ট্র পরিচালনার মূলনীতিসহ, মৌলিক অধিকার ,ব্যক্তি স্বাধীনতা ও মানবাধিকার সম্পর্কিত বিষয় গুলো যুক্ত থাকে। সংবিধান হল রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এরিস্টটলের ভাষায় সংবিধান হল রাষ্ট্রকর্তৃক পছন্দকৃত জীবনবিধানই হল সংবিধান।