আমি এক সময় চিকন ছিলাম। এখন ভালেঅই মোটা হয়েছি..নিজেকে দিয়েই বলি, দুধ, ডিম ও মাংস খেলে মোটা হওয়া যায়। কিন্তু আমি মোটা হয়েছি, মূলত মিষ্টি ও স্প্রাইট খুব বেশি পরিমানে খাওয়াতে... এতই পছন্দের যে, সব সময় ফ্রিজে স্প্রাইটের বোতল থাকতো আর মিষ্টি থাকতো...খেতামও মন ভরে... আপনিও চেষ্টা করতে পারুন। তবে আমি মোটা হওয়ার পক্ষে নই..