স্প্রেডশিট হলো এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম। এর আভিধানিক অর্থ ছড়ানো বা বড় মাপের কাগজ। এটিকে কখনো কখনো ওয়ার্কবুক বলা হয়। একটি রেজিস্টার খাতায় যেমন অনেকগুলো পৃষ্ঠা থাকে, তেমনি একটি ওয়ার্কবুকে অনেকগুলো ওয়ার্কশিট থাকে। একেকটি ওয়ার্কশিটে বহুসংখ্যক সারি (Row) ও কলাম (Column) থাকে।