আমিও সেটা চাই।কেননা বর্তমানে বিশেষজ্ঞ পদে যে তিন জন আছে তাদের কাওকেই পাওয়া যায় না। বিশেলজ্ঞ পদে Active সদস্যদেরকেই রাখা দরকার।তবে সম্পাদক এবং প্রশাসক পদের সদস্যরা একটিভ থাকে তাদের কার্যক্রম আমার অনেক ভালো লাগে।কিন্তু মডারেটর কেও পাওয়া যায় না। তবে বিশেষজ্ঞ পদের সদস্যরা একেবারেই নিষ্ক্রিয় ভূমিকা রাখে।তাই আমি চাই যারা ভালো সময় দিচ্ছে এমন সদস্যদের হাতে বিশেষজ্ঞ পদটি দিয়ে পরিচালনার দায়িত্ব দেয়া দরকার। শ্রদ্ধেও প্রশাসক , অতিরিক্ত কিছু বলে থাকলে মাপ করবেন।