174 বার প্রদর্শিত
"কম্পিউটার ও ইন্টারনেট" বিভাগে করেছেন Level 7
বিস্তারিত জানালে ভাল হয়।

2 উত্তর

+1 টি ভোট
করেছেন Level 7

ফরেক্স অথবা স্পট ফরেক্স হচ্ছে বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয়। ফরেক্স মার্কেট এ আপনি একটি দেশের কারেন্সি বিক্রয় করে আর একটি দেশের কারেন্সি ক্রয় করতে পারবেন।

+1 টি ভোট
করেছেন Level 6
ফরেক্স ট্রেডিং হচ্ছে,বাংলা ভাষায় একে বদলাবদলি বলা যেতে পারে।আপনি আপনার জিনিস বদল করে অন্যকে থেকে তার জিনিস নিলেন।সাধারণত এটাই বোঝায়।এক দেশের কারেন্সী বা টাকা অন্য দেশের কারেন্সী বা টাকায় বদলাবদলি বা একসেন্জ করাকেই ফরেক্স ট্রেডিং বলে। আশা করি বুঝতে পেরেছেন।

এ সম্পর্কিত কোন প্রশ্ন খুঁজে পাওয়া গেল না

নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...