ধাঁধা: ১. অন্ধ নদী পিছল পথ, হয়না দিন সদা রাত, নদীর জন্য সোবেশাম, পায়ে পড়ে মাথার ঘাম। উত্তর: পেট। ২. অতি ক্ষুদ্র জিনিসটা, বহন করে মানুষটা। উত্তর: জুতা। ৩. অন্ধকারে আলো দেয়, অনল তাপে গলে যায়, দোকানে কিনতে পাওয়া যায়, বলোতো কী? উত্তর: মোমবাতি। ৪. অজগরের মতো এঁকেবেঁকে চলে, চুরমার করে মারে, পথে কিছু পেলে। উত্তর: ট্রেন বা রেলগাড়ি। ৫. আকাশ থেকে পড়ল জল, ফলের মধ্যে শুধুই জল। উত্তর: শিলা।