আমি যদি বলি পাপ হবে না । কারন সংসার জীবন কিছু পাপ আবার কিছু ধম নিয়ে গঠিত । কিন্তু কেউ যদি কোনো পাপ না করতে চান তাহলে একমাত্র একটি পথই খোলা রয়েছে সে পথটি হলো নিজের সৃষ্টি কতাকে লাভ করা । তথা এই সৃষ্টি কতাকে লাভ করার জন্য খারাপ কাজে লিপ্ত হওয়া যাবে না । এমনকি লোভ-লালসা-ঘৃণা দূর করতে হবে । নিজেকে সংযত রাখতে হবে ।