উপাত্ত ও তথ্য একে অন্যের পরিপুরক। সাধারনভাবে, কোন নির্দিষ্ট কর্মসূচী/পরিকল্পনা প্রণয়ন, বা সিদ্ধান্ত গ্রহনের জন্য উপাদান হিসেবে যা ব্যাবহৃত হয় তাকেই তথ্য বলা হয়ে থাকে।
অপরদিকে, 'উপাত্ত' হচ্ছে তথ্যের ক্ষুদ্রতম একক; যার অর্থ রয়েছে, কিন্তু এটি পূর্ণাঙ্গ নয়। কতিপয় 'উপাত্ত' একত্রিত হয়ে একটি পূর্ণাঙ্গ 'তথ্য' তৈরি করে।