মহান আল্লাহ তায়ালা মানুষ সৃষ্টি করেছেন তার ইবাদাত করার জন্য। মানুষ যখন আল্লাহকে ভুলে বিভিন্ন খারাপ কাজ করতেন তখন আল্লাহ মানুষকে সঠিক দিকনির্দেশনার জন্য নবী রাসুল পাঠাতেন। নবী রাসুলগণ তাদের উম্মতদের সঠিক দিকনির্দেশনা দিতেন। এক নবীর পর আরেক নবীরাসুল আগমনের ক্রমধারাকে নব্যুয়াত বলে। হযরত মুহাম্মদ সঃ থেকে নব্যুয়তের ধারা শেষ, আর নবী রাসুলগণের আগমনের শেষ কে খতমে নব্যুয়াত বা নব্যুয়াতের পরিসমাপ্তি বলা হয়।