মীর জাফর একবার বাংলার নবাব হন তিনি নবাব সিরাজ উদ্দৌলার সেনাপতি ছিলেন তিনি ও ইংরেজ বেনিয়ারা মিলে ষড়যন্ত্র করে নবাবকে ক্ষমতাচ্যুত করেন।তারপর মীর জাফর বাংলার নবাব হন তাকে নামে মাত্র সিংহাসনে বসানো হয়।আসল ক্ষমতা থাকে রবার্ট ক্লাইভের হাতে ইংরেজদের সাথে মীর জাফরের চুক্তি হয়েছিল তাকে বাংলার নবাব বানালে তাদেরকে অনেক সুযোগ সুবিধা ও মোটা অঙকের অর্থ দিবেন পরে চুক্তি ভঙ্গ করায় ইংরেজরা তাকেও ক্ষমতাচ্যুত করেন।