বক্সারের যুদ্ধের কারণঃ মীর জাফরকে ক্ষমতাচ্যুত করে মীর কাশিমকে শর্ত সাপেক্ষে ইংরেজরা সিংহাসনে বসান। মীর কাশিম চেয়েছিল স্বাধীনভাবে শাসনকার্য পরিচালনা করতে চেয়েছিলেন। ফলে ইংরেজদের সাথে তার যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল। মীর কাশিম প্রথমে ইংরেজদের রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ এবং প্রশাসনকে প্রভাবমুক্ত করার পদক্ষেপ গ্রহণ করেন। অস্ত্র-গোলাবারুদের জন্য যেন অন্যের মুখাপেক্ষী হতে না হয়, সেজন্য রাজধানীতে কামান,বন্ধুক ইত্যাদি তৈরির ব্যব্স্হা গ্রহণ করেন। নবাবের গৃহীত পদক্ষেপ ছিল দেশ ও জনগণের স্বার্থে, যা ইংরেজদের স্বার্থপরিপন্থি। ১৭৬৩ সালে ক্ষুব্ধ হয়ে পাটনা কুঠির অধ্যক্ষ এলিস দখল করে নেয়। ফলে ইংরেজদের বিরুদ্ধে নবাবের অস্ত্রধারণ করা ছাড়া উপায় থাকেনা ফলে বক্সারের যুদ্ধ সংগঠিত হয় নবাব শোচনীয় ভাবে পরাজিত হন। তথ্যসুত্রঃ দশম শ্রেণির ইতিহাস বইয়ের ৮ম অধ্যায়।