উপপাদ্যঃ জ্যামিতিতে কতগুলো প্রতিজ্ঞাকে বিশেষ গুরুত্ব দিয়ে গ্রহণ করা হয় এবং এদেরকে অন্যান্য প্রতিজ্ঞা প্রমাণে ক্রম অনুযায়ী ব্যবহার করা হয়। এই ধরণের প্রতিজ্ঞাগুলোকে উপপাদ্য বলা হয়। সম্পাদ্যঃ জ্যামিতিতে বিভিন্ন প্রতিজ্ঞা প্রমাণ করা ছাড়াও চিত্র অঙ্কন করার প্রস্তাবনা বিবেচনা করা হয়। এই ধরণের প্রতিজ্ঞাগুলোকে সম্পাদ্য বলা হয়।